Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

1458558091
সোনাগাজীের আলো ডেস্ক:-খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসকালের খবর২৪.কম: রমনা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে অন্যতম হলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শফিকুর রহমান ও ডা. শফিকুল ইসলাম মাসুদ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৩০ নভেম্বর রমনা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আসামিরা সুপ্রভাত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তায় চলাচলকারী একটি রিকশাকে চাপা দিলে আতিকুর রহমান নামে একজন নিহত হন। এ ঘটনায় রমনা থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ১৭ আগস্ট ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, জামায়াত নেতা ডা. শফিকুর রহমান, ডা. শাফিকুল ইসলাম মাসুদসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *