
বিশেষ প্রতিনিধি->>
ফেনীর ছাগলনাইয়ায় ক্লাস চলা অবস্থায় গণ-হিস্টেরিয়া রোগে আক্রন্ত হয়ে ১০ মাদ্রাসা ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ্যদের বেশ কয়েক জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউনুছ জানান, নিজপানুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিনের মতো সকাল ১০টায় ছাত্রীরা মাদ্রাসায় আসে। দুপুরের দিকে ক্লাস চলা অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৩) হঠাৎ অজ্ঞান হয়ে শ্রেণি কক্ষে পড়ে ছটপট করতে থাকে। এর পর একে একে মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী তাসানুর নাহার, নুরসাত জাহান, আরমা সুলতানা, রাজিয়া সুলতানা তানজিনা, পাশবর্তী কক্ষের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুন নাঈমা, সালমা আক্তার, ইসরাত জাহান, সাপিয়া আক্তার, আসমাউল হুসনা ও চতুর্থ শ্রেণির আয়শা আক্তার অজ্ঞান হয়ে মাদ্রাসার মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের স্বজনেরা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জোনায়েদ মাহমুদ খাঁন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা গণ-হিস্টেরিয়া রোগ আক্রান্ত হয়েছে। অসুস্থ্যদের মধ্যে নুসরাত জাহান, আরমানা সুলতানা ও আয়শা আক্তারের শারীরিক অবস্থার উন্নতি না হলে তাদের ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
