Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ঠিক সময়ে টস হয়নি, অপেক্ষায় মাশরাফিরা

2016_03_11_20_02_48_oKb0Peefhb1eUhnQ22tpi3u0yQtZzg_original

ঢাকা: আজ শুক্রবার রাত ৮ টায় টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। আর টস হওয়া কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। ধর্মশালায় বৃষ্টির কারণে ঠিক সময়ে টস হয়নি। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে দেরি হচ্ছে। অপেক্ষায় রয়েছেন মাশরাফি-সাকিব-তামিমরা। ধর্মশালার থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। যদিও ধর্মশালার ড্রেনেজ ব্যবস্থা উন্নতমানের, তার পরেও মাঠ পুরোপুরি শুকাতে অন্তত এক ঘণ্টা সময় প্রয়োজন। যে কারণে চোখ রাঙিয়ে উঠছে, রাত পৌঁনে ৯টার মধ্যে বৃষ্টি পুরোপুরি না থামলে আজকের ম্যাচ পণ্ড হতে পারে। তাহলে পয়েন্ট ভাগাভাগি করবে দু’দল। এদিকে নির্ধারিত সময়ে টস না হওয়ায় পরবর্তী আবডেট জানা যাবে রাত সাড়ে ৮টায়। রাত সাড়ে ৮ টার পর থেকে ম্যাচ যত দেরিতে শুরু হবে, ততই ওভার কমতে থাকবে। সবশেষ দুই দলের ৫ ওভার করে মোট ১০ ওভার খেলতে হবে দুই দলকে। ম্যাচটি শুরু হওয়ার শেষ সময়টা নির্ধারিত হয়েছে বাংলাদেশ সময় ১০ টা ৪৮ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে ম্যাচটি মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে নিজেদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। নজর রাখবে ওমানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *