Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

দুই বছরেও সন্ধান মিলেনি ফেনীর নিখোঁজ যুবদল নেতা রিপনের

ripon

বিশেষ প্রতিনিধি>>>>>>>>>>
ফেনী শহর যুবদল মাহবুবুর রহমান ওরফে কালা রিপন নিখোঁজের দুই বছরেও সন্ধান মিলেনি। তাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীরা। হতভাগ্য রিপনের ভাগ্যে কী ঘটেছে এ নিয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন।
পরিবার সূত্র জানায়, শহরের পাঠানবাড়ী রোডের আল বেরুনী কিন্ডারগার্টেন সংলগ্ন ভাড়া বাসায় স্বপরিবারে থাকতেন রিপন। ২০১৪ সালের ২০ মার্চ রাত ৩টার দিকে সাত-আটজন ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে বাসার দরজা খুলতে বাধ্য করে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা রিপনকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। এসময় বাইরেও র‌্যাবের পোশাকধারী লোকজন মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিল বলে রিপনের স্ত্রী সাংবাদিকদের জানান। পরদিন সকালে রিপনের মা ফেনীর র‌্যাব-৭ অফিসে যোগাযোগ করলে রিপন নামে কাউকে আটক করা হয়নি বলে র‌্যাবের কর্মকর্তারা তাকে জানিয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। একপর্যায়ে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে তাকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জোর দাবি জানান। পরে রিপনের স্ত্রীর পক্ষ থেকে পুলিশ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দেয়। তার সন্ধান দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন, যুবদলের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
স্ত্রী আকলিমা আক্তার বলেন, সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি জেলার প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা কামনা করেও অদ্যাবধি কোনো হদিস মিলেনি। শিশু সন্তান ফারিয়া ও নিশাত তাদের বাবাকে খুঁজে ফিরেন।
এদিকে বিএনপির জাতীয় কাউন্সিলের কারনে যুবদলের কর্মসূচী পিছিয়ে নেয়া হয়। আগামী শুক্রবার শহরের কয়েকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *