Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

পরশুরামের ৩ ইউপির ভোট স্থগিত,তদন্ত কমিটি গঠন

image33

এম এ হাছান->>
এবার পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তিন ইউপিতে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে কেন যায়নি– সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, পরশুরামে ইউপি নির্বাচন কমিশনের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এ কারণে ভোট স্থগিত করে তদন্ত কমিটি করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন আগামীতে আরো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’ এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘কমিশন সব জায়গায় অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। পরশুরামের তিনটি ইউপির ভোট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনেও পরশুরামে ভোট অনুষ্ঠিত হয়নি। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পরশুরামের পৌরসভা নির্বাচনেও মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন। একই ধারাবাহিকতায় ইউপি নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত করার কৌশল গ্রহণ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ৩১ মার্চ দ্বিতীয়ধাপে অনুষ্ঠেয় পরশুরাম উপজেলার তিনটি ইউপিতে ভোটের আগেই আওয়ামী লীগ মনোনীত তিনজন চেয়ারম্যানসহ ২৬ জন প্রার্থী নির্বাচিত হওয়ার পথে রয়েছে। পরশুরামের চিথলিয়া, বক্সমাহমুদ ও মির্জানগর ইউপিতে গত ২রা মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বাধার কারণে অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি বলে কমিশনে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে ৩রা মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়। এরপরেও আওয়ামী লীগ ছাড়া অন্যকোন পক্ষের প্রার্থী মনোনয়ন দাখিল করেনি। তিনটি ইউপিতে আওয়ামী লীগের ৩ জন চেয়ারম্যান, ২৭টি সাধারণ সদস্যর মধ্যে ১৫ জন সদস্য, ৯টি সংরক্ষিত সদস্যের ৮ জন নারী সদস্য বিনাভোটে নির্বাচিত হতে চলেছেন। মোট ৩৯টি পদের মধ্যে ২৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন প্রার্থীরা। ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরশুরামের তিনটি ইউপির ভোট স্থগিতের সিদ্ধান্ত হয়। ইসির সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শাহেদ-উন-নবী চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যর কমিটিও করা হয়। এর আগে ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের কারণে ওই উপজেলার ৫টি ইউপির ভোটের তফসিল বাতিল করে কমিশন। গত ২রা মার্চ ফুলগাজী উপজেলার ফুলগাজী, আমজাদহাট, দরবারপুর, জিএম হাট, মুন্সিরহাট, আনন্দপুর ইউপির ভোটের তফসিল বাতিল করে উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের সুপারিশ করে ইসি। একইসঙ্গে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করে। গত ৬ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *