Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৬ ককটেল উদ্ধার

 
দাগনভুঞা প্রতিনিধি>>>>>>
ফেনীর দাগনভূঞা উপজেলায় ছাত্রলীগের এক নেতার বাসা থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির প্রায় ৩ কেজি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ রায়হানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে দাগনভূঞা পৌর যুবলীগের সভাপতি শাহাজাহান সাজুর ওপর হামলার ঘটনায় রাতেই রায়হানকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে দাগনভূঞার বসুরহাট রোডের পলাশের গ্যারেজের দোতলায় রায়হানের বাসায় অভিযান চালায় পুলিশ।

এ সময় বাসা থেকে ১৬টি ককটেল, ককটেল তৈরির প্রায় ৩ কেজি সরঞ্জাম, ইয়াবা সেবনের দুটি বড় ফয়েল উদ্ধার ও একটি কম্পিউটার জব্দ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *