বিশেষ প্রতিনিধি->> ফেনী গালস্ ক্যাডেট কলেজ থেকে ৮ম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুরাতন বিমান বন্দর এলাকার কলেজ আবাসিক হলের একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের নাম লামিয়া তাবাচ্ছুম তুবা( ১৪)। সে কুমিল্লার কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সাইফুল আলমের মেয়ে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সহপাঠিদের সাথে ঘুমায় ফেনী গালস্ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী লামিয়া তাবাচ্ছুম তুবা। ভোর রাতের দিকে সহপাঠিরা তাকে না দেখে খোঁজাখুজি করতে থাকে। পরে আবাসিক হলের বাথরুমে তারই পরনের বেল্ট পেছানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত লামিয়া ফেনী গালর্স ক্যাডেট কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী।তার গ্রামের বাড়ী কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায়।
সম্পাদনা/সৈয়দ মনির
