Wednesday, January 14সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

বিএনপির অবস্থা ভঙ্গুর: বাণিজ্যমন্ত্রী

2016_03_11_19_26_22_6eblzuFlkpruxr9tr9W3QOXfxleOdw_original

চট্টগ্রাম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন ,‘ বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেয়নি। অথচ উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় নির্বাচন পর্যন্ত তারা অংশ নিচ্ছে। এ থেকে বুঝা যাচ্ছে বিএনপির অবস্থা ভঙ্গুর।’ শুক্রবার বিকেলে নগরীর পোলোগ্রাউন্ড মাঠে  চট্টগ্রাম অান্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন ,‘ বিএনপি সারা বছর বোমাবাজি করেছে ,দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে কিন্তু তারপরও তারা সফল হয় নি। তাদের আন্দোলন বিফলে গেছে। তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলেও উপজেলা নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনেও অংশ নিচ্ছে । এ থেকে বুঝা যাচ্ছে তারা এখন ভঙ্গুর অবস্থায়।’ বাংলাদেশ সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন ,‘ বাংলাদেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের মধ্যে পোশাক খাত থেকে ৬০ বিলিয়ন ডলার আয় করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *