
সংবাদদাতা: গোয়ালিয়া গ্রামের একটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১ জন আহত হয়েছে। আহত ব্যাক্তি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক মোহাম্মদ মোস্তফা (৬৫)। গোয়ালিয়া গ্রামে মোস্তফা ও তার ছেলেদের নিয়ে দীর্ঘদিন যাবত দোকান খোলে ব্যবসা করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের শামীম ষ্টোরে হামলা ভাংচুর ও লুটপাট হয়েছে। হামলাকারীদের আঘাতে ১ জন আহত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজনীতি ও পূর্বশত্রুতার জেরে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দোকানে বিএনপি সর্মথিত ও ছাত্রদলের লোকজন বসে কথা বলেন। এই বিষয়টি কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার ১০/১২ জনের একটি স্বশস্ত্র দল রাজনীতি ও পূর্বশত্রুতার জেরে দেশিয় অস্ত্র নিয়ে গোয়ালিয়া গ্রামের ‘শামীম ষ্টোর’ নামের একটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে।
এ সময় তাদের হামলায় প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। দোকান কেটে তছনছ করে দিয়ে দোকানে থাকা অর্ধলক্ষাধিক টাকার সরঞ্জাম লুট করে বলে জানান মালিক মোস্তফা।
দোকান মালিক আরও জানান, তার চিৎকারে আশপাশের লোক ছুটে আসতে চাইলে তাদের বাধা দে ও আমার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা।
