
মেহেরাব হোসেন মেহেদীঃ সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে ও মঙ্গলবার বুধবার চেয়ারম্যান পদে ৩২টি ও মেম্বার পদে প্রায় ৩ শতাধিক মনোনয়ন বিতরণ করেছে আ’লীগ। জানা যায়, ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে উপজেলার ৯ ইউনিয়নে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে বুধবার ও চেয়ারম্যান পদে ৩২ জন এবং অধিক মেম্বার পদে প্রায় শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত চেয়ারম্যান পদে চরমজলিশপুরে ১ জন, বগাদানায় ৬, মঙ্গলকান্দিতে ৪, মতিগঞ্জে ৫, চরদরবেশ ৪, চরছান্দিয়া ৬, আমিরাবাদ ৩, নবাবপুরে ৭ জন সংগ্রহ করেছেন। এদের মধ্যে আমিরাবাদ ইউপিতে বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল আলম জহির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন, মঙ্গলকান্দি ইউপিতে মোশারফ হোসেন বাদল, খুরশিদ আলম, জসিম উদ্দিন বাহার, চরদরবেশ ইউপিতে ইউনিয়ন আ’লীগ সভাপতি মাষ্টার সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম সারওয়ার দুলাল, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন, মতিগঞ্জ ইউপিতে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউজ্জামান বাবু, যুবলীগ নেতা গোলাম সারওয়ার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, চরচান্দিয়া ইউপিতে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন সবুজ, আবদুর রহিম মাানিক, বগাদানা ইউপিতে উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ নেতা জসিম উদ্দিন, নবাবপুর ইউপিতে ফজলূল হক হকসাব, রূপম শর্মা, মুসা খাঁন শাহজাহান, কামাল উদ্দিনের নাম জানা গেছে। ইউপি সদস্য পদে ৯ ইউনিয়নে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোনাগাজী উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন জানান,১০ই মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। প্রয়োজনে আরও বর্ধিত হতে পারে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
