Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীতে বিদেশী পিস্তলসহ আওয়ামীলীগ নেতা আটক

babul

বিশেষ প্রতিনিধি
সোনাগাজীতে বিদেশী পিস্তলসহ আলাউদ্দিন বাবলু(৪০) নামে আওয়ামীলীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড় এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। রবিবার রাত ১০ টার সময় উপজেলার চর সাহভিখারী এলাকা থেকে তাকে আটক করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় চেক পোষ্ট বসানো হয়। এসময় ১টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আলাাউদ্দিন বাবুল কে আটক করা হয়। সে উপজেলার বগাদানা ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন। আটককৃত বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।ফেনীস্থ্য র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার শাফায়াত জামিল ফাহিম অন্ত্রসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *