
মেহেরাব হোসেন মেহেদী->>
আসন্ন সোনাগাজী পৌরসভা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান ও পুলিশ সুপার রেজাউল হক । বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে পৌর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনিটরিং টিম গঠন সহ সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় কালে তারা এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, সোনাগাজী পৌর নির্বাচন হবে একটি মডেল। অবাদ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌরবাসী পাবে তাদের কাংখিত প্রতিনিধি। তিনি শতভাগ নিশ্চয়তা দিয়ে দৃঢ়তার সহিত বলেন, সোনাগাজী পৌর নির্বাচন হবে সম্পূর্ণ ভাবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত। জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকে, তবে সেই প্রতিযোগতিা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হতে হবে। যে সকল ব্যক্তি বা কর্মকর্তা বিতর্কিত তাদেরকে নির্বাচনী কাজে ব্যবহার করা হবে না। প্রশাসন তথা নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি ও বিরক্ত না করার জন্য প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানান। অপর দিকে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার রেজাউল হক পিপিএম বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই আমাদের কাজ। নিজের ইচ্ছামত কোন কাজ করা এ বাহিনীতে সুযোগ নেই। সোনাগাজী পৌরসভা নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচন কমিশনের আদেশ পালন করতে আমরা প্রস্তুত। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রার্থীদেরকে মাঠে কাজ করার আহবান জানিয়ে বলেন, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। নির্বাচন কালীন সময়ে কোন প্রকার সমস্যা হবে না। কমিশন যে ভাবে নির্বাচন চাইবে সেই ভাবেই হবে। নির্বাচন কে ঘিরে যদি কোন পুলিশ সদস্য অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে, সঠিক তথ্য উপস্থাপন করে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাডাও আমি আপনাদেরকে আশ্বস্থ করছি নির্বাচনে কোন সন্ত্রাসী কর্মকান্ড সহ কোন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড ঘটবে না। পুলিশ প্রশাসন যে কোন পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। সহকারী রিটার্নিং অফিসার মাঈনুল হকের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন ,সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির , ওসি তদন্ত মেসবাহ উদ্দিন, র্যাব-৭ ফেনী ক্যাম্পের ডিএডি আনোয়ার হোসেন, বিজিবির নায়েব সুবেদার মোঃ ইদ্রিস, মিডিয়া সমন্বয়কারী চৌধুরী তৈয়বুর রহমান, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ নুর নবী সহ মেয়র প্রার্থী ও কাউন্সিলরবৃন্দ।
