Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী পৌরসভায় কাউন্সিলর হলেন যারা

আবুল হোসেন রিপন>>>>>>>>>>

সোনাগাজী পৌরসভায় নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ডে মো. মোস্তফা (পাঞ্জাবী) প্রতিকে ৭শ’ ৫১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন শিপুল (উট) পাখি পেয়েছেন ১শ’ ৪৬ ভোট, ২নং ওয়ার্ডে কাউন্সির পদে মো. এয়াছিন (টেবিল ল্যাম্প) ৪শ’ ৬৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী আবদুল মান্নান (পাঞ্জাবী) পেয়েছেন ৩শ’৩৬ ভোট, ৪নং ওয়ার্ডে মুকসুদ আলম (উটপাখি) ৭৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান মোরশেদ (পাঞ্জাবী) পেয়েছেন ৪৪ ভোট, ৫নং ওয়ার্ডে নুরনবী লিটন উট পাখি ১হাজার ৪শ’ ২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব্ন্ধী মো. বাহার উল্যাহ (পাঞ্জাবী) পেয়েছেন ৮৬ ভোট, ৬নং ওয়ার্ডে আইয়ূব আলী খান (উটপাখি) ১হাজার ৯৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব্ন্ধী মীর কাসেম হেলাল (পাঞ্জাবী) ৩শ’ ১৩ ভোট পেয়েছেন, ৭নং ওয়ার্ডে শেখ আবদুল হালিম মামুন (উটপাখি) ৯শ’ ১১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী কেফায়েত উল্যহ জনি পেয়েছেন ৪১ ভোট, ৮নং ওয়ার্ডে শেখ কলিম উল্যাহ রয়েল (পাঞ্জাবী) ১হাজার ১শ’ ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নিজাম উদ্দিন (উটপাখি) পেয়েছেন ১শ ৭ ভোট, ৯নং ওয়ার্ডে সাখাওয়াত হোসেন আলাউল (উটপাখি) ১হাজার ২শ’ ৫৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুল ইসলাম জাহাঙ্গীর (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৬১ ভোট।এছাড়া ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে মণিহার বেগম (কাছি) প্রতীকে ১হাজার ৩শ’১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী বিবি ফাতেমা (পুতুল) পেয়েছেন ৬শ ৭৩ভোট, ৭,৮ও ৯নং ওয়ার্ডে নারী কাউন্সলির পদে মর্জিনা আক্তার (কাছি) প্রতীকে ২হাজার ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিটতম প্রতিদ্বন্ধী শাহানারা বেগম (হারমোনিয়াম)পেয়েছেন ১হাজার ৩৫ ভোট।এর আগে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পৌর বিএনপির সহ-সভাপতি ইমাম উদ্দিন ভূঞা এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে বিবিয়া খাতুন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *