ফেনী সদরের ১২ ইউপিতে কারা পাচ্ছেন নৌকা’র টিকেট ?
এম. ইসমাইল, ফেনী প্রতিনিধি
নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ (৭মে) ও ৬ষ্ঠ ধাপের (৪ জুন) তফসিল অনুযায়ী ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের ১৪৩ প্রার্থী ফরম দলীয় ফরম সংগ্রহ করেছে। এছাড়া চেয়ারম্যান পদে ধর্মপুর ইউনিয়নের রোকেয়া ইসলাম নামে এক নারী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক সৃষ্টি করেন।
এদিকে ফরম বিতরনের পর দলীয় প্রার্থীদের সাথে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা গত ২২ ও ২৩ মার্চ ফেনী পৌর প্রাঙ্গনে দলীয় কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দুই এক দিনের মধ্যে ফেনীর বিভিন্ন উপজেলার দলীয় প্রার্থীদের নামের তালিকা পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায় বলে দলীয় একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।এদিকে শেষ মুহুর্তে কারা পাচ্ছেন ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তা নিয়ে নেতা কর্মীদের মাঝে কৌতুলের শেষ নেই। জেলা আওয়ামী ...


