
সোনাগাজী প্রতিনিধি >>>>>>>>>>.
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সোনাগাজী উপজেলার সবকটি ইউনিয়নে মতবিনিময় সভা করছেন উপজেলা আ’লীগ ও সহযোগী সংঘঠনের নেতৃবৃন্দ। ভোটারদের রায় নিজেদের পক্ষে আনতে দিচ্ছে নানান প্রতিশ্রুতি। তুলে ধরছেন সরকারের উন্নয়নের ফিরিস্তি। মঙ্গলবার বিকাল ৪টায় চর দরবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী নুর ইসলাম ভুট্টুর পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল আনাম , তিনি বলেন সরকার দলীয় প্রার্থীরা বিজয়ী হলেই উন্নয়ন করা সম্ভব হয়। বিশেষ অতিথির বক্তব্যে সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন বলেন, উন্নয়নের স্বার্থে দেশরতœ শেখ হাসিনা মনোনীত প্রার্থী নুর ইসলাম ভুট্টুকে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকায় ভোট দিন । ভুট্টু নির্বাচিত হলে চর দরবেশে ২০১৭ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা হবে । প্রতি পরিবারে নুন্যতম ৮ম শ্রেনী পাশ থাকলেও চাকুরী দেয়া হবে। চর দরবেশ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য সভায় আরো বক্তব্য রাখেন , সাবেক চেয়ারম্যান মোঃ ইলিয়াছ , ফেনী পৌর কাউন্সিলর নজরুল ইসলাম স্বপন মিয়াজি , চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম ভুট্টু, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ , সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহাগ, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক প্রমূখ।
সম্পাদনা/সৈয়দ মনির
