
সোনাগাজীর আলো ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে দলের স্ট্যান্ডিং কমিটির সদস্য, স্থানী কমিটির সদস্য ও উপদেষ্টা পরিষদের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।
রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত শোয়া ১১টায়।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আগামীকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকে আলোচনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বৈঠক শুরুর পর দলের সহ-দপ্তর সম্পাদক শাহীনুর রহমান শহীন ও প্রেস উইং সদস্য শায়রুল কবির খান কার্যালয় থেকে সাংবাদিকদের চলে যেতে অনুরোধ করেন। সাধারণত চেয়ারপারসনের বৈঠক চলাকাল কার্যালয়ের পাশের একটি কক্ষে সাংবাদিকরা অবস্থান করেন। তবে আজ সে সুযোগ নেই।
এদিকে, বৈঠক শুরুর আগে চেয়ারপাসনের উপদেষ্টা আহমেদ আজম খান ও স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ অবশ্য সাংবাদিকদের সামনে কথা বলেন।
বৈঠক বিষয়ে আহমেদ আজম খান বলেন, ‘চলমান ইউপি নির্বাচন নিয়ে রক্তের যে হোলিখেলা চলছে তা আমাদের কাম্য নয়। বিষয়টি নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে।’
অপরদিকে হান্নান শাহ বলেন,‘চলমান ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটি দাবি নেতাদের পক্ষ থেকে আছে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’
