Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে আইনগত সহায়তা দিবস উদযাপিত

সৈয়দ মনির আহমদ>>>>>>>
ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালীটি শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে সিনিয়র জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফি উল্যাহ, জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার মোঃ রেজাউল হক, ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, এডভোকেট আক্রমুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট জাহেদ হোসেন খসরুসহ বিচারক ও বিপুল সংখ্যক আইনজীবীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ অংশ নেন।
পরে আদালত প্রাঙ্গণে জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার আয়োজনে আইন সহায়তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিচারক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার এড. জাহাঙ্গীর আলম নান্টুর ব্যাবস্থাপনায় মেলার আয়োজন করা হয়। মেলায় এফএইচডিএফ , জেলা আইনজীবি সমিতি, ব্রাক সহ মোট ১০ টি স্টল তাদের সেবা সমুহ উপস্থাপন করেন। অতিথিবৃন্দ ফিতা কেটে স্টল গুলোর উদ্বোধন করেন এবং সকল স্টল ঘুরে দেখেন। এ ছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ দেওয়ান সফিউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *