সোনাগাজীর আলো ডেস্ক :-ফেনী প্রেস ক্লাবের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটি। শনিবার রাতে ইউনিটির দপ্তর সম্পাদক জহিরুল হক মিলু’র প্রেরিত সংবাদ বিজ্ঞিপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেন, প্রেস ক্লাবে নেতৃত্ব নিয়ে সৃষ্টি হওয়া বর্তমান পরিস্থিতি ফেনীতে কর্মরত সাংবাদিকদের জন্য বিব্রতকর ও সম্মানহানীকর। একটি কোটারী চক্র ওয়ান ইলেভেনের গঠনতন্ত্রকে পুঁজি করে ফেনী প্রেস ক্লাবকে কুক্ষিগত করে রাখার অপচেষ্টার ফলে নবীন-প্রবীন অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ২৫ ডিসেম্বর সেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটলে ফেনী প্রেস ক্লাব সিলগালা করে দেয় প্রশাসন। এনিয়ে বিবদমান পাল্টাপাল্টি বক্তৃতা বিবৃতি ও থানায় সাধারণ ডায়েরী করা হয় এবং কাদা ছোড়াছুড়ির ফলে বিভিন্ন সরকারি-বেসরকারি আচার-অনুষ্ঠানে ও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন। মন্ত্রী-সাংসদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সামনেও এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। প্রায় ৩ মাস পর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হস্তক্ষেপে তালা খুলে দেয়া হলেও স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। এতে ফেনীর সাংবাদিকতার দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হচ্ছে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভায় নেতৃবৃন্দ আরো বলেন, ফেনী প্রেস ক্লাব কোন ব্যক্তির বা গ্রুপ বিশেষের প্রতিষ্ঠান নয়। এটি ফেনীতে কর্মরত সকল সাংবাদিক তথা ফেনীবাসীর সম্পদ। এ জেলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ প্রতিষ্ঠানকে কেউ কুক্ষিগত করে রাখার অপচেষ্টা শুধু সাংবাদিকরা নয় সাধারণ মানুষও ঘৃনা করে। তাই অবিলম্বে ওয়ান ইলেভেনের গঠনতন্ত্র বাতিল করে পূর্বের গঠনতন্ত্রকে আরো সময়োপযোগী করে ফেনীর সব কর্মরত সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবের দ্বার উম্মুক্ত করা প্রয়োজন।
ইউনিটির সভাপতি ও জনকন্ঠ ও এনটিভি প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সমকাল স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর-যমুনা টিভি প্রতিনিধি যতন মজুমদার এবং ইত্তেফাক-এটিএন বাংলা- এটিএন নিউজ প্রতিনিধি হাবিবুর রহমান খান, সহ-সভাপতি ও মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, যুগ্ম-সম্পাদক ও আলোকিত ফেনীর নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, প্রচার সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, দপ্তর সম্পাদক ও একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, নির্বাহী সদস্য ও আলোকিত বাংলাদেশ-চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন, সদস্য ও দৈনিক স্টার লাইন সম্পাদক জামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক ও স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, সদস্য ও সাপ্তাহিক নির্ভীক নির্বাহী সম্পাদক নুর উল্লাহ কায়সারসহ সাধারণ পরিষদের সদস্যবৃন্দ।
