Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

মাহমুদুরের মুক্তির জন্য ‘জেল খাটতে চান’ মা

 

FB_IMG_1461341114751সোনাগাজীর আলো ডেস্ক:-ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগকে মিথ্যা দাবি করে তার মুক্তির জন্য নিজে কারাভোগ করতে চাওয়ার কথা বলেছেন মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম।

শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ৮০ বছর বয়সী মাহমুদা বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রীর উদ্দেশে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চক্রান্তের ঘটনায় বাংলাদেশে দায়ের মামলার প্রসঙ্গ তুলে এ ব্যাপারে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার আগ্রহের কথাও বলেন মাহমুদা।

“মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার সবিনয় নিবেদন যে, আপনার ব্যক্তিগত জিঘাংসা আমার ছেলেকে এই দীর্ঘদিন জেলে আটক রেখেও পরিতৃপ্ত না হয়ে থাকলে আমাকে জেলে নেওয়ার বিনিময়ে আমার নিরাপরাধ সন্তানকে মুক্তি দিন।”

জাতীয় প্রেস ক্লাবে ‘আমার দেশ’ পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনে জয়কে অপহরণ চক্রান্তের বিষয়টিকে ‘নতুন ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেন মাহমুদুর রহমানের মা।

“এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশের একজন বিবেকবান মানুষও কি বিশ্বাস করবেন যে, জনাব শফিক রেহমান ও মাহমুদুর রহমান মিলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করবেন? তারা দুইজনই কি একেবারে নির্বোধ?”

বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

সংবাদ সম্মেলনে মাহমুদা বেগম দাবি করেন, তার ছেলে ২০০৬ সালে সরকারি দায়িত্ব পালন শেষে আর যুক্তরাষ্ট্রে যাননি।

“পুলিশ ২০১১ সালে কল্পকাহিনী সাজিয়েছে। ও না কি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রের ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে ২০১১ সালে সকলের অজান্তে যুক্তরাষ্ট্র সফর করে এসেছে।”

মাহমুদুর রহমান কোনো রাজনৈতিক দলের সদস্য নন দাবি করে তার মা প্রশ্ন করেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তার ফেইসবুকে বাংলাদেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে স্ট্যাটাসে দেবেন আর সঙ্গে সঙ্গে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে যাবে- এর নাম কি আইনের শাসন?”

গণমাধ্যমকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহমুদা বেগম বলেন, “আমি আশা করব, সরকারের গোয়েন্দা সংস্থা যেন আপনাদের ব্যবহার করতে না পারে। বিনয়ে আমার অনুরোধ থাকবে- তাদের সরবারহ করা তথ্যের ভিত্তিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত একতরফা অভিযোগ প্রকাশ করবেন না।”

এ প্রসঙ্গে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ডেইলি স্টারে গোয়েন্দা বাহিনীর সরবরাহ করা খবর যাচাই ছাড়া প্রকাশের ঘটনায় ইংরেজি দৈনিকটির সম্পাদক মাহফুজ আনামের ‘ভুল স্বীকারের’ বিষয়টিও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্ত করার জন্য প্রধান বিচারপতির পদক্ষেপ চান তার মা।

শফিক রেহমানের পর মাহমুদুরকেও জয় অপহরণ চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে মাহমুদা বলেন, “প্রধানমন্ত্রী ও তার পুত্রের বক্তব্য এবং দৈনিক পত্রিকাসমূহ ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত পুলিশের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট না কি কথিত অপহরণ ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ সরকারকে তথ্য দিয়েছে।

“আমি নিশ্চিত যে জাস্টিস ডিপার্টমেন্ট যদি কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে দিয়েও থাকে সেখানে আমার ছেলে মাহমুদুর রহমানের কোনো রূপ সংশ্লিষ্টতা থাকতে পারে না।”

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চেয়ে তিনি বলেন, “আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রার্থনা করছি। আমি আশা করব, তিনিও একজন নারী ও মা হিসেবে আমার ব্যথা উপলব্ধি করতে সক্ষম হবেন।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় থেকে থেকে কাঁদতে দেখা যায় মাহমুদা বেগমকে।

কবি ফরহাদ মজহার, মাহমুদুর রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুদার, সালাহউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমরা দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *