
শ্যুটিং শেষে সুস্থসবল হাস্যোজ্বল মানুষটাই রওনা দিয়েছিলেন বাসার পথে। নিয়তির কি নিষ্ঠুর খেলা। সেই মানুষটাই গোমড়া মুখে ঘরে ফিরলেন লাশ হয়ে! দেশের আনাচে কানাচে লাখো ভক্তদের চোখের জলে ভাসিয়ে এভাবেই যেনো রাগ করে চলে গেলেন অভিমানী রিয়াজ।
১৭ই এপ্রিল রোববার সকাল এগারোটায় ঢাকায় ফেরার পথে বরিশালগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন দেশের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী (রিয়াজ)। প্রচন্ড জখম হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সন্ধ্যা সাতটায় রিয়াজের মরদেহটি ঢাকা মেডিকেল থেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে দূর্ঘটনায় সময় চালক বাস রেখেই পালিয়ে যাওয়ায় তাকে আর আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ির মালিককে পুলিশি হেফাজতে এনে রাখা হয়েছে। ডান্ডি খেয়ে গাড়ি চালানোর কারণেই ড্রাইভার চোখে ঝাপসা দেখে এই দূর্ঘটনাটি ঘটিয়েছে বলে দাবী করছেন তিনি।
বিঃদ্রুঃ এইটা একটা মুভিতে ঘটে যাওয়া ঘটনা।-সুত্রঃ প্রথম আলু //
