
মেহেরাব হোসেন মেহেদীঃ সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব রবিনকে পুলিশের উপর হামলা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুল হক। এ সময় তিনি বলেন, নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ যখন এগিয়ে যাচ্ছে তখন ঈর্ষান্বিত মহলের ইন্দনে পুলিশ রবিন কে মামলায় অভিযুক্ত করে । তিনি অবিলম্ভে মামলাটি পুনঃ তদন্ত করে রবিন সহ দলীয় নেতাদের চার্জশিট থেকে অব্যহতি দেওয়ার দাবী জানান। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন। উল্লেখ্য ২০১৫ সালের ২৩ জুলাই উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোর বাজারে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান কে কেন্দ্র করে সাংসদ রহিম উল্যাহ সমর্থক ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তখন ওসি নবীর হোসেন ও এসআই রমজান আলী সহ ২০/২৫ জন আহত হয়। পুলিশের উপর হামলার ঘটনায় এস.আই রমজান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গত ১৬ ফেব্রুয়ারী উক্ত মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের রবিন সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৫ জন কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আজিুজুল হক হিরন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সহ সকল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি -সম্পাদক বৃন্দ।
