সংবাদদাতা:- সোনাগাজী প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক অনোয়াের হোসেন রবিনের ব্যাবহ্নত ডিসকোবার মডেলের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে অঞ্জাত চোরের দল।শুক্রবার গভীর রাতে রবিনের চরদরবেশ ইউনিয়নের গ্রামের বাড়ীতে চুরির এ ঘটনা ঘটে।সাংবাদিক রবিন জানান,শুক্রবার রাতের কোন সময়ে চোরেরা বসত ঘরের কলাপসিবল গেটের তালা কেটে মোটর সাইকেলটি নিয়ে যায়।বিষয়টি তিনি সোনাগাজী মডেল থানাকে অবহিত করেছেন।ডিসকোবার ব্যান্ডের ১০০ সিসির মোটর সাইকেলটির নম্বর ফেনী-হ(১১-৩৮৩২)।এলাকাবাসী জানান,ওই এলাকায় শীর্ষ জলদস্যু সর্দার ভাগিনা কালাম বাহিনী তৎপর রয়েছে।চুরির সাথে এ বাহিনী সদস্যরা জড়িত থাকতে পারে বলে তারা জানান।
