
সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে এক বৃদ্ধাকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় মঙ্গলবার রাতে ২ জনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। ধৃতরা হচ্ছে, সবুজ ও তার স্ত্রী শাকিরা খাতুন। এলাকাবাসী জানায়, আদর্শ গ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওহিদা খাতুন (৬৮) তার বসতঘরের সামনে সবজি আবাদ করেন। এতে একই প্রকল্পের অপর বাসিন্দা সবুজ ক্ষুদ্ধ হয়। এক পর্যায়ে সবুজ, তার স্ত্রী শাকিরা খাতুন রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওহিদা খাতুন কে একটি পেয়ারা গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। ঘটনাটি এলাকার মানুষ না দেখলেও ২টি দৈনিকে সংবাদ প্রকাশের পর সকলের নজরে আসে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বৃদ্ধা ওহিদা খাতুন বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করে। ওহিদা জানান, শাকিরার সাথে লাকড়ি রাখা নিয়ে বাক বিতন্ডা হয়। এসময় শাকিরার হাতে থাকা ঝাড়ু দিয়ে আমাকে ৩-৪ টি অাঘাত করে। তবে কোন চিকিৎসা নেয়ার প্রয়োজন হয়নি বলে তিনি জানান । সোনাগাজী মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর জানান, ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে ।
