
সোনাগাজী প্রতিনিধি…..
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে যুবলীগের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী রকি নিহত । যুবলীগ নেতা ইব্রাহীম সহ আটক ২। জানা যায়, রবিবার রাত ৯ ঘটিকার সময় সুলাখালী ছাত্রলীগ কার্যালয়ে সালীশী বৈঠককে কেন্দ্র করে যুব’লীগের দু-গ্রুপের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় এতে যুবলীগ নেতা দুলাল সমর্থীত ছাত্রলীগ কর্মী কামরুল হাসান রকি (১৬) নিহত হয় । ওই সময় দু-গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি , অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা দুলালের ১টি মটর সাইকেল ও তার সহযোগী হোসেনের ১টি সিএনজি অটোরিক্সা জ¦ালিয়ে দেয় প্রতিপক্ষের সমর্থকেরা। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে যুবলীগ নেতা মোঃ ইব্রাহীম প্রকাশ সাদা ইব্রাহীম ও তার সহযোগী রাশেদ কে আটক করে। পরদিন সোমবার দুপুরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। বিকাল ৫টায় ছাড়াইতকান্দিতে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। যুবলীগ নেতা দুলাল হোসেন জানান , সালিশী বৈঠকে রকি আমার পক্ষে কথা বলায় উপজেলা যুবলীগ সভাপতি হিরনের অনুসারী রাকিব , ইয়াছিন ও মাইনউদ্দিন সহ ১০/১২জন যুবলীগ কর্মী আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় রকি নিহত হয়। তবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হিরন জানান, নিহত রকি তাদের সমর্থীত ছাত্রলীগ কর্মী । দুলাল ও তার সহযোগীরা ছাত্রলীগ কার্যালয়ে ভাংচুর করে এবং রকিকে পিটিয়ে হত্যা করে। সোমবার দুপুরে এএসপি (সার্কেল) আমীরুল ইসলাম ঘটনাস্থল ও নিহতের বাড়ী পরিদর্শন করেন। নিহত রকি বড় কুমিরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ও ছাড়াইতকান্দি গ্রামের মোল্লা বাড়ীর আবুধাবী প্রবাসী নুর নবীর পুত্র।
