
শরীয়ত উল্যাহ রিফাত>>>>
ফেনীর সোনাগাজীতে চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আবদুল কুদ্দুছ (৩০) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত ২টায় উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআই নাছির আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি টহল দল। তিনি আরো জানান , ২০১১ সালের মহিষ চুরির একটি মামলায় তার বিরুদ্ধে ২ বছরের কারাদন্ড রয়েছে । ধৃত কুদ্দুছ চর ছান্দিয়া ইউনিয়নের পূর্ব চর ছান্দিয়া গ্রামের শামসুল হক মিয়ার ছেলে ।
