
আবুল হোসেন রিপন:-সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল আলম জহিরের নৌকা প্রতীকের সমর্থনে রোববার বিকেলে আহম্মদপুর নুরনবী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আরু মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এএন ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছােসেবক লীগের সভাপতি মো.ফারুক হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং নৌকা প্রতীকের প্রার্থী জহিরুল আলম জহির, নবাবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি জামাল উদ্দিন ছোট, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাঈদুল হক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাঈদ আনোয়ার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রিয়াদ, আহসান উল্যাহ মেম্বার, শাহ আলম মেম্বার, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার দুলাল, মুকবুল আহম্মদ, মুন্সি মিয়া, মুক্তিযোদ্ধা কবির আহম্মদ প্রমূখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই ইউনিয়নের আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
