Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভুত

সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজী বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভুত ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ৪০ লক্ষাধিক। জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় সোনাগাজী পশ্চিম বাজার এলাকায় ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটের আনোয়ার স্টোরে আগুনের সুত্রপাত হয়ে পাশের নয়ন স্টোর , নুর স্টোর , হেদায়েত হোমিও হল ও রাজু সাইকেল মার্ট সম্পূর্ন এবং তিজারত ক্লথ স্টোর আংশিক ভস্মিভুত হয়। সোনাগাজী ফায়ার সার্ভিস স্ট্যাশানের স্ট্যাশন অফিসার শহীদুল ইসলাম জানান , খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যেই দমকল বাহীনির সদস্যরা ছুটে যায়, ৩টি পাইপ লাইনে ৪৫ মিনিট পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি আরো জানান, দোকান মালিক ও পথচারী জিজ্ঞাসাবাদে জানা যায়, দোকানের গ্রাহকের হাতে থাকা সিগারেটের আগুন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়। গ্যাস সিলিন্ডার , তৈল ও কেরোসিন জাতীয় পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে দেরি হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির , উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন , সাধারন সম্পাদক ও নব নির্বাচিত মেয়র রফিকুল ইসলাম খোকন ও পৌর কাউন্সিলর শেখ মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

13016562_1143980158966630_1821231829_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *