Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ

FB_IMG_1461409083548

 

নিজস্ব প্রতিবেদকঃ সোনাগাজী- মিরসরাই উপজেলায় নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলের কাজের অগ্রগতি পরিদর্শনের জন্য আসেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ। শনিবার দুপুরে তিনি হেলিকপ্টার যোগে অর্থনৈতিক অঞ্চল এলাকায় পৌঁছেন।

এসময় তার সাথে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রনালয়ের সচিব মেছবাহ উল আলম, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, সড়ক পরিবহরণ ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল নির্বাহী পরিচালক (সচিব) পবণ চৌধুরী, জালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজিম উদ্দিন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাদব রায়, সাপোর্ট টু ক্যাশসিটি অব বেজা প্রকল্প’র পরিচালক মো: হারুন অর রশিদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ মো: নাফিউল হাসান ও ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসান প্রমূখ।

আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সরকার সারা দেশে ১শ’ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে। আয়তনের দিক থকে এটি দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল উল্লেখ করেন। তিনি বলেন, ৩০ থেকে ৩৫ হাজার একর জমির উপর গড়ে উঠছে এ অর্থনৈতিক অঞ্চল। এখানে শিল্প-কল কারাখানাসহ স্কুল, কলেজ, হাসপাতাল ও বিনোদনের ব্যবস্থা থাকবে। চলতি বছরের শেষ নাগাদ এটির কাজ অনেক অগ্রসর হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *