
সোনাগাজীর আলো ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ বিগত দিনে সংঘটিত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোমবার (৪ এপ্রিল) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
লড়াই-সংগ্রাম, শিক্ষার অধিকার আদায় ও সমাজ প্রগতির লড়াইয়ে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রায় ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধর্মঘট কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
রোববার (৩ এপ্রিল) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আহুত ছাত্র ধর্মঘটে ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, ভোলা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর প্রভৃতি জেলায় ছাত্র ইউনিয়নের আহ্বানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রভৃতি বিশ্ববিদ্যালয় এ ধর্মঘট পালিত হবে।
