
সৈয়দ মনির আহমদ>>>>>>
দেশে যোগ্য নেতৃত্বের অভাবে দীর্ঘ দিন কাঙ্খীত উন্নয়ন হয়নি । স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমানে দেশরতœ শেখ হাসিনা কে যোগ্য নেতা হিসেবে সৃষ্টি করেছে মহান রাব্বুল আলামিন । এই যোগ্য নেতৃত্বের কারনে বিদ্যুত সহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিদেশেও দেশের ভাবমুর্তি উজ্জল হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ফেনীকে বিশেষ জোন হিসেবে চিহ্নিত করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কাজ করছে। ২০১৭ সালের জুনে ফেনীতে শতভাগ বিদ্যুতায়নের উৎসব পালন করা হবে। শুক্রবার সকালে সোনাগাজীর ৯টি গ্রামে ১২৫০জন গ্রাহকের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন । জানা যায়, শুক্রবার সকাল ১১টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল আনাম , পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, ফেনী আরইবি’র ব্যাবস্থাপক মাইন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির । অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আরু মিয়া মেম্বার , আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম ভুট্টু, মোশারফ হোসেন বাদল , মোশারফ হোসেন মিলন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক মামুন, সাধারন সম্পাদক ফরহাদ প্রমূখ। এ সময় অতিথিবৃন্দ বাতি জ্বেলে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদ পুর ও লামছি ডুব্বা , চর ছান্দিয়া ইউনিয়নের চর ছান্দিয়া , উত্তর চর ছান্দিয়া ও দঃ পূর্ব চর ছান্দিয়া গ্রামে ১২ কিলোমিটার এলাকায় ৬৫০ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুত লাইনের উদ্বোধন ঘোষনা করেন। এর আগে অতিথিবৃন্দ সকাল ১০টায় চর দরবেশ আনোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে চর দরবেশ ইউনিয়নের চর সাহাভীকারী ও উত্তর চর সাহাভীকারী , চর মজলিশপুর ইউনিয়নের গুনক ও চর মজলিশপুর গ্রামের ১৩ কিলোমিটার এলাকায় ৬০০জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ।
