
বিশেষ প্রতিনিধি:-মিথ্যা সংবাদ পরিবেশন ও অপপ্রচারের প্রতিবাদে ফেনীতে সংবাদ সম্মেলন করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়াম্যান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার সোহেল। সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যন সোহেল জানান, ‘আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে কাজ করলে গুলি করে লাশ ফেলে দিব’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, আমার মানসম্মান হানি করার জন্য কতিপয় অসাধু লোক আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, আমার কণ্ঠ নকল করে একটি মিথ্যা সাজানো বক্তব্য বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে ছড়িয়ে দেয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে তিনি একটি অনলাইন পত্রিকার উদ্বৃতি দিয়ে ২৮ এপ্রিল ঘোপাল ইউনিয়নে দেয়া প্রধান অতিথির বক্তব্য হুবহু তুলে ধরেন।
এ সময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ছাগলানাইয়া উপজেলা আওয়ামীলী সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, ছাগলনাইয়া পৌরসভার আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মো: মোস্তফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
