

সোনগাজীর আলো ডেস্ক:-বাড়িতে অতিথি এলে কলিং বেল বাজিয়েই থাকে, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে সেই অতিথি যদি হয় একটি কুমির?
এমনই অদ্ভূত ঘটনা দেখলেন সাউথ ক্যারোলিনার লোকান্ট্রি এলাকায় বাসিন্দা গ্রে রজার। তিনি জানিয়েছেন, কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়ে মঙ্কস কর্নার এলাকায় তিনি দেখেন একটি বাড়ির বাইরে কলিং বেল বাজানোর চেষ্টা করছে একটি কুমির। শুধু তাই নয় তিনি দেখেন যে বেল বাজাতে না পেরে বেশ কিছুক্ষণ অন্যান্য বাড়ির সামনে ঘুরেও বেড়াচ্ছিলেন ওই ‘আজব অতিথি’।
স্থানীয়রা জানিয়েছে, সাউথ ক্যারোলিনা অঞ্চলে কুমির দেখতে পাওয়া আশ্চর্যের কোনো বিষয় নয়। তবে এই দৃশ্য আগে দেখা যায়নি।
সাউথ ক্যারোলিনার ডিপারটমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স জানিয়েছে বর্তমানে এই অঞ্চলে প্রায় এক লাখ কুমিরের বসবাস। ফলে মানুষের সাথে কুমিরের দেখা-সাক্ষাৎ খুবই সাধারণ ঘটনা এই অঞ্চলে। তবে এরা যে সময়ে সময়ে ভয়ংকর রূপ নেয় তাও জানাতে ভোলেনি ডিপারটমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স।
তাই এই ‘আজব অতিথি’ যদি কোনো সময় আসেও, ভুলেও যেন দরজা খুলবেন না।
