

দাগনভুঞা প্রতিনিধি:দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান ও
আসন্ন নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হোসেন সোহেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সমর্থকরা।শনিবার বিকালে ইউনিয়নের গজারিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে তারা।এসময় বিক্ষোভকারীরা চেয়ারম্যান সোহেলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়ে শ্লোগান দেন।মিছিলটি উত্তর গজারিয়া দোকানের সামনে থেকে গজারিয়া বাজারের প্রধান সড়ক গুলো পদক্ষীণ করে ।অপর দিকে,একই দাবীতে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে।তার সমর্থকদের অভিযোগ শুক্রবার রাতে শ্বশুরালয়ে যাওয়ার পথে উপজেলার মাতুভূঞা ইউনিয়নে সিএনজি চাপা দিয়ে স্বতন্ত্র এ চেয়ারম্যান প্রার্থীকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।তারা জানান,সন্ত্রাসীরা তার মোটর সাইকেলের পিছনে পরপর দুইবার সিএনজি দিয়ে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। এতে তার মুখ,হাত,ও শরীরের বিভিন্ন স্থান ১থেথলে যায়। শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয়েছে।
