

বিশেষ প্রতিনিধি:-পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারের
উপর হামলার ঘটনায় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খায়রুল বাশার তপনসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী কর্মকর্তার ড্রাইভার বাদী হয়ে পরশুরাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, শুক্রবার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারের উপর হামলার ঘটনায় খায়রুল বাশার তপন ছাড়াও পরশুনাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা শ্রমিকরীগের আহকায়ক আবদুল মান্নান, চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন,আওয়ামীলীগ নেতা পারভেজ ও রাশেদুল হাসান রাশুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১০জনকে আসামী করা হয়।জেলা পুলিশ সুপার (সার্কেল) আমিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।এর আগে শুক্রবার সকালে জেলা আওয়ামলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপনকে সম্মান না দেয়ার অযুহাতে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার এইচএম রকিব হায়দার’র উপর হামলা করে সরকার। দলীয় সমর্থকরা। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আধুনিক ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।
