
সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ইতালী মার্কেট এলাকায় পুলিশ কে সহায়তার অভিযোগ এনে আ’লীগ নেতা ফয়েজ উল্যাহ (৪৫) কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ফয়েজ ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সুলতান আহম্মদের বাড়ীর সুলতান আহম্মদের পুত্র।
স্থানীয়রা জানায়,গত ৪/৫ মাস পূর্বে চরহাজারী ইউনিয়নের ইউপি সদস্য ফজলু কে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মুলে পুলিশ গ্রেফতার করে।সম্প্রতি সে জামিনে মুক্ত হয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে আওয়ামীলীগ সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে।এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ফয়েজ বাড়ী ফেরার পথে ইতালী মার্কেটের সামনে পৌচলে চর হাজারীর ইউপি সদস্য ফজলু, তার ভাই সাহাবুদ্দিন ও ইলিয়াছ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে মারাত্নক জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তার শোর চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে শীর্ষ জলদস্যু কমান্ডার আবুল কালাম প্রকাশ ডাবল কালাম তাদেরকে বাধা দেয়। খবর পেয়ে রাত ১টায় সোনাগাজী মডেল থানার এসআই নাছির আহম্মদ তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সোনাগাজী হাসপাতালে আবাসিক চিকিৎসক নুর আলম জানান, ফয়েজের বাম চোখ, মাথায় ও বুকে ১০-১২ অাঘাতের চিহ্ন রয়েছে। সে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ফয়েজ জানান, মামলা দিলে বউ বাচ্চা সহ হত্যা করার হুমকি দিচ্ছে ওইসব সন্ত্রাসীরা।স্থানীয় সাহাব উদ্দিন নামের এক আওয়ামীলীগ সমর্থক জানান,জামিনে মুক্ত হয়ে ফজলু ভোটের জন্য বেশ কিছু দিন চুপ ছিল।নির্বাচনে আওয়ামীলীগের সহায়তায় জয়ী হয়ে সে নতুন করে আওয়ামী সমর্থকের উপর নির্যাতন শুরু করে।সে আরে জানায়,ফজলু উপকুলীয় জলদস্যুদের প্রধান পৃষ্টপোষক হিসেব পরিচিত।সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির এ বিষয়ে বলেন,ফজলু পুলিশের কাছে জলদস্যুদের পৃষ্টপোষক হিসেবে পরিচিত এবং গোয়েন্দা তথ্যে তাহা উল্লেখ রয়েছে।আওয়ামীলগ নেতার উপর হামলার ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে।
