
সৈয়দ মনির আহমদ >>>>>>>
ফেনীতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিক্সা চালকসহ ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫মে)দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার হাফেজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিক্সা চালক মিজানুর রহমান (৪৫) ও ওই গাড়ীর যাত্রী মোঃ মজুমিয়া(৬০)।দুজনের বাড়ীই জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকায়।
ফেনী মহিফাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা গামী একটি কাভার্ডভ্যান সিএনজি চালিত অটোরিক্সাকে পেছন থেকে চাপা দেয়। এসময় অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মিজানুর রহমান নিহত হয়।
গুরতর আহত অবস্থায় মজুমিয়াকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।তিনি জানান মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ওসি মাহবুব মোরশেদ জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি দ্রুতগামী হওয়ায় তাকে আটক করা যায়নি।
