
সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের ইতালী মার্কেট এলাকায় আ’লীগ নেতা ফয়েজ উল্যাহ (৪৫) কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সে ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সুলতান আহম্মদের বাড়ীর সুলতান আহম্মদের পুত্র।
জানা যায়, বুধবার রাতে ফয়েজ বাড়ী ফেরার পথে ইতালী মার্কেটের সামনে চর হাজারীর ইউপি সদস্য ফজলু, তার ভাই সাহাবুদ্দিন ও ইলিয়াছ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাকে মারাত্নক জখম করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তার শোর চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে যুবদল নেতা আবুল কালাম প্রকাশ ডাবল কালাম তাদেরকে বাধা দেয়। খবর পেয়ে রাত ১টায় সোনাগাজী মডেল থানার এসআই নাছির আহম্মদ তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সোনাগাজী হাসপাতালে আবাসিক চিকিৎসক নুর আলম জানান, ফয়েজের বাম চোখ, মাথায় ও বুকে ১০-১২ অাঘাতের চিহ্ন রয়েছে। সে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ফয়েজ জানান, মামলা দিলে বউ বাচ্চা সহ হত্যা করার হুমকি দিচ্ছে ওইসব সন্ত্রাসীরা।
