
সৈয়দ মনির আহমদ >>>>>>>>>>
আগামী ৪ঠা জুন অনুষ্ঠিতব্য সোনাগাজী উপজেলার ৯টি ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে। রবিবার রাতে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরীত মনোনয়নের কপি আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের হাতে তুলে দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র জামাল উদ্দিন সেন্টু। ধানের শীষ প্রতীকের প্রার্থীরা হচ্ছেন ১নং চর মজলিশপুরে মিজানুর রহমান ভূঁইয়া, ২নং বগাদানায় সোনাগাজী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হালিম, ৩নং মঙ্গলকান্দিতে জেলা যুবদল এর যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, ৪নং মতিগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, ৫নং চরদরবেশে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং চরচান্দিয়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ৭নং সোনাগাজীতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক বোরহান উদ্দিন, ৮নং আমিরাবাদে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার, ৯নং নবাবপুওে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন দুলাল, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।
