Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজী ইউপি নির্বাচন; জমাদানের সময় ১দিন বাড়লো

13124767_1718207888454750_7999196536294123989_n

সোনাগাজী প্রতিনিধি
ষষ্ঠ দফায় সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নে ঘোষীত তফসিল অনুযায়ী ৪ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ছিল ৯ মে, যাছাই বাছাই ১১ ও ১২ মে , প্রত্যাহার ১৯ মে এবং প্রতীক বরাদ্ধ ২০ মে । রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক জানান, নির্বাচন কমিশন মনোনয়ন জমাদানের সময় ১দিন বৃদ্ধি করেছে। ৮ মে রবিবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে চর ছান্দিয়ায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ, আবদুর রহমান, বিএনপি মনোনীত সামছুদ্দিন খোকন, সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাপর ইকবাল আজাদ, বিএনপি মনোনীত বোরহান উদ্দিন, চর দরবেশ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, মতিগঞ্জ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আমিন উদ্দিন দোলন, চর মজলিশপুরে জাতীয় পার্টি মনোনীত আবু তাহের সহ ২১জন মনোনয়ন জমা দিয়েছে। সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে ২ শতাধিক প্রার্থী মনোনয়ন জমাদানের খবর নিশ্চিত করেছে রিটার্নিং কর্মকর্তা মাইনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *