
সৈয়দ মনির আহমদ>>>>>>>>>
সোনাগাজীতে ১ বছরের সাজাপ্রাপ্ত শাখাওয়াত হোসেন সেলিম (৩৫) ও ৫ মাসের সাজাপ্রাপ্ত ফজলুর রহমান আনোয়ার (৩৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলা সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে ব্যাংক ঋন খেলাপির দায়ে ৫ মাসের কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থ দন্ড প্রাপ্ত পলাতক আসামী ফজলুর রহমান আনোয়ার কে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। অপরদিকে বুধবার দুপুরে উপজেলার চর ছান্দিয়া গ্রামে অভিযান চালিয়ে ব্যাংক চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শাখাওয়াত হোসেন সেলিমকে গ্রেফতার করে এসআই রমজান আলী। সে ওই গ্রামের ওজি উল্যাহর ছেলে। তিনি আরো জানান , ধৃতদের ফেনী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
