ধর্মপুর ও বালিগাঁওয়ের নির্বাচন স্থগিত
সোনাগাজীর আলো প্রতিবেদক:-
ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ভোটগ্রহন স্থগিত করা হয়েছে।বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ ফেনী জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে পৌছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই ইউপি নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন যথাক্রমে বালিগাঁও ইউপির নজরুল ইসলাম ও ধর্মপুর ইউপির আক্রামুজ্জামান। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্টের বিচারক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন ও মো: বদরুজ্জামান ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসন, জেলা নির্বাচন অফিস বা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত আদেশ পৌছে। এর আগে স্থগিতের বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও রিটকারিগণ বিষয়টি কৌশলগত কারনে গোপন রেখেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন দুই ইউপির নির্বাচন স্থগিতাদেশ পাওয়ার বিষয়টি সোনাগাজীর আলো কে ন...
