মায়ের কাছে ফিরে গেলো সেই শিশুটি
৩০ জুলাই,১৭:৪৪:৩২
প্রতিবেদক:-সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চনের বদন্যতায় মায়ের বুকে ফিরে গেলো সেই ছেলেটি।শনিবার দুপুরে কাঞ্চন ছেলেটিকে নিয়ে তার মিরেশরাই থানার বাড়ীতে উপস্থিত হয়।হারানো ছেলেকে পেয়ে ছেলেটির মা আবেগপ্লুত হয়ে যায়।তিনি জসিম উদ্দিন কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ও সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন।প্রসঙ্গত গত ২৮ জুলাই রাতে ছেলেটিকে চরদরবেশ এলাকায় খুজে পায় সাংবাদিক কাঞ্চন।ছেলেটি জিজ্ঞাসাবাদে তার নাম রবিউল ও পিতার নাম কলিম উল্যাহ,ঠাকুরদিঘি,মিরেরশরাই জানায়।দুই দিন নিজের হেফাজতে রেখে শনিবার দুপুরে ছেলেটিকে বাড়ীতে পৌঁচে দেয় সাংবাদিক কাঞ্চন।...


