
সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সুযোগ নেই। যারা কোর’আন ও হাদিসের অপব্যখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে তারা ইসলামের শত্রু। অামাদের সন্তানরা পিতা- মাতার চেয়ে শিক্ষকের মতামতের গুরুত্ব বেশি দেয়। তাই শিক্ষকদের উচিত, অাংশিক বা খন্ডিত জ্ঞান দিয়ে বিভ্রান্ত না করে পরিপুর্ন শিক্ষা দেয়া। এ দেশের মানুষ যেমনি ধর্মভিরু তেমনি দেশ প্রেমিক। যার কারনে অামরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। নিজেরা যোগ্যতম স্থানে অাসিন হতে পেরেছি। সোনাগাজী উপজেলা প্রশাসন অায়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সুধী সমাবেশ এবং মানববন্দনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক অামিন উল অাহসান। তিনি অারো বলেন, বাংলাদেশ এখন অার তলা বিহীন জুড়ি নয়, দেশের উন্নতি হয়েছে, আমরা মধ্যম অায়ের দেশ হিসেবে পরিচিত, আমরা বিশ্বের রোল মডেল। তাহলে সন্ত্রাস কেন? জঙ্গীবাদ কেন? কারা জঙ্গীবাদ সৃষ্টি করছে? কারা সন্ত্রাস করছে? অামাদের ভেবে দেখা উচিত। যারা অামাদের দেশের ভালো চায়না, ধর্মের ভালো চায়না তারাই এসব করছে। সকল ধর্ম, বর্ন ও শ্রেনী পেশার সাথে হাতে হাত মিলিয়ে শান্তি সম্প্রীতির উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা ও সঞ্চালনা করেন অামিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল অালম
।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল অানাম বলেন, ফেনীর সোনাগাজী একটি সম্বাবনাময় উপজেলা, এখানে গড়ে উঠবে ২ শ শিল্প কারখানা, সৌর ও বায়ু বিদ্যুত প্রকল্প স্থাপিত হচ্ছে, বিমান বন্দর ও সমুদ্র বন্দর হবে। উন্নত এলাকার মানুষের ও উন্নতি হতে হবে। এ সময় অারো বক্তব্য রাখেন পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী, এনায়েত উল্যাহ কলেজের অধ্যক্ষ নিতাই ভৌমিক, সোনাগাজী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন, চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এম এ হোসেন, ইসহাক খোকন, ফেনী বড় মসজিদের খতিব মাও. সাইফুল্যাহ, কাচারী পুকুর জামে মসজিদের খতিব মাও. আবুল কাশেম, মাষ্টার সেলিম অাল দ্বীন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হক, সাধারন সম্পাদক অাবদুল মোতালেব রবিন প্রমুখ। এ ছাড়া পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্দনে অংশ গ্রহন করে।
