Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

এপিএস মাসুদের বিরুদ্ধে মামলা খারিজ

IMG_20160803_113717

০৩ আগষ্ট,১৩:২০:৪৩

গৌতম চক্রবর্তি, কোর্ট প্রতিনিধি: ফেনী-০৩ আসনের সাংসদ হাজী রহিম উল্যাহর এপিএস জুলফিকার মাসুদের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

ফেনীর চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ০১ আগষ্ট মামলা টি খারিজ করে দেন।মামলার অভিযোগ সুত্রে জানা যায়,২২/১২/১৫ সালে শহিদ উল্যাহ নামের সোনাগাজীর এক ব্যাবসায়ী পদ্মা সেতুতে চাকুরী দেওয়ার কথা বলে ৩০ জনের কাছ থেকে টাকা নিয়েছে এমন অভিযোগ করে সাংসদ রহিম উল্যাহ ও তার এপিএস মাসুদের বিরুদ্ধে চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ করে। আদালত প্রাথমিক শুনানী শেষে সাংসদের বিরুদ্ধে আনিত অভিযোগ বাতিল করলেওFB_IMG_1470202572429 তার এপিএস মাুসুদের বিরুদ্ধে সমন জারী করে।সর্বশেষ ০১ আগষ্ট ১৬ তারিখে আদালত দীর্ঘ শুনানী শেষে বাদী শহিদ উল্যাহর আনিত অভিযোগ প্রমানিত না হওয়ায় অভিযোগ খারিজ করে দেন।

এ বিষয়ে মাসুদের আইনজীবি মিজানুর রহমান জানান, বাদী সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিতভাবে কারনে আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনে ।অভিযোগকারী তার অভিযোগের স্বপক্ষে কোন প্রমানাধি হাজির করতে না পারায় অভিযোগটি খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *