Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

এবার কারাগারে নিজাম হাজারীর রক্তদানের প্রাপ্ত রেয়াত জানতে চেয়েছে হাইকোর্ট

FB_IMG_1472621551237-300x171

৩১ আগষ্ট ২০১৬

অস্ত্র মামলায় বিচারাধীন থাকাকালে ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী কারাগারে ১৩ ব্যাগ রক্ত দান করেছেন। এ কারণে তার সাজা (রেয়াত) কতদিন কমেছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে কারা কর্তৃপক্ষকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়ে আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

নিজাম হাজারীর আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।কারাগারে সাজাপ্রাপ্ত বন্দি রক্তদান করে কত দিন রেয়াত পেতে পারে এ বিষয়ে কারা সুত্র জানায়, যে কোন ব্লাড ব্যাংক বন্দিদের কাছ থেকে রক্ত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সিভিল সার্জন বরাবর আবেদন করে।সিভিল সার্জন সে আবেদন সংশ্লিষ্ট কারাগারের সুপার বরাবর প্রেরন করে।জেল সুপার ব্লাড ব্যাংকের সে আবেদন কারাগারের সহকারী সার্জনের নিকট প্রেরন করে।তারপর কারা কর্তৃপক্ষের অনুমতি সাপক্ষে ব্লাড  ব্যাংকের লোকজন কারাভ্যান্তরে কারা হাসপাতালে প্রবেশ করে।সে সময় কারাভ্যান্তরে দায়িত্বরত কারা হাবিলদার রক্তদানে ইচ্চুক সাজাপ্রাপ্ত বন্দিদের রক্ত প্রদানের জন্য কারা হাসপাতালে কয়েদী টিকেট সহ যাওয়ার আহবান করে।রক্তদানে ইচ্চুক সাজাপ্রাপ্ত বন্দি কারা হাসপাতালে গেলে সহকারী সার্জন ও ব্লাড ব্যাংকের লোকজন জনপ্রতি সর্বোচ্চ ১ পাউন্ড রক্ত সংগ্রহ করে।এরপর স্বেচ্চায় রক্তদানকারী সেই বন্দির টিকেটে ও কারা হাসপাতালের মিনিট রেজিষ্টারে নোট দিয়ে সহকারী সার্জন স্বাক্ষর করে কারা কতৃপক্ষের নিকট প্রেরন করে।কারা কর্তৃপক্ষ জেল কোডের বিধান মোতাবেক একবার স্বেচ্চায় রক্তদানের জন্য বন্দি কে প্রথম বার ৩০ দিনের রেয়াত প্রদান করে।এ রেয়াত সাজাপ্রাপ্ত বন্দির জন্য প্রচলিত এমডি/জিডি রেয়াতের সাথে যোগ করা হয়।কারাগারে সাজাপ্রাপ্ত বন্দির রক্ত প্রদানের মাধ্যমে রেয়াত পাওয়ার বিষয়ে জানতে চট্রগ্রাম বিভাগের উপ মহা কারা পরিদর্শক পার্থ গোপাল বনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,৪ বছর ধরে সাজা প্রাপ্ত বন্দির রক্ত প্রদানের মাধ্যমে রেয়াত প্রদান প্রথা বন্দ রয়েছে মানে এ প্রথাটা বর্তমানে প্রযোজ্য নহে।কিন্তু যখন রক্ত প্রদানের মাধ্যমে রেয়াত প্রদানের প্রথা চালু ছিলো    তখন মৃত্যুদন্ড বাদে যে কোন মেয়াদের একজন সাজা প্রাপ্ত বন্দি সাজা ভোগের সময় ৩ বারের অধীক স্বেচ্চায় রক্তদান করার বিধান ছিলোনা।অথ্যাৎ বন্দি সাজা ভোগের সময় তিন বারের অধীক রক্ত প্রদান করতে পারবেনা।বন্দি প্রথম বার রক্ত প্রদানের মাধ্যমে ৩০ দিন, দ্বীতিয় বার ৩২ দিন,তৃতীয় বার ৩৪ দিন রেয়াত কারা ভাষায় মার্কা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *