Friday, January 16সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

কংক্রিটের সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

003_227935

০২ আগষ্ট,১৯:৩৭:৪২

সোনাগাজীর আলো ডডটকম:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার একনেকের সভায় সভাপতিত্ব করেন- ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কের স্থায়িত্ব বাড়াতে বিটুমিনের পরিবর্তে পাথর-বালু-সিমেন্ট ব্যবহার করে কংক্রিটের সড়ক- মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন।তিনি বলেছেন, ‘বিটুমিনের রাস্তা তৈরি করলে সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। এতে জনগণের ভোগান্তি ও রাস্তা পুনঃনির্মাণের ব্যয় বাড়ে। এ জন্য স্লাবভিত্তিক কংক্রিটের রাস্তা তৈরি করতে হবে।’মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। খবর বাসসের বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন।প্রতিমন্ত্রী জানান, কারাবন্দিরা যাতে কর্মদক্ষতা অর্জন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারাবন্দিরা কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে যেসব পণ্য তৈরি করবেন, তা বিক্রির একটা অংশ যেমন তারা পাবেন, পাশাপাশি কারাজীবন শেষে তার এই কর্মদক্ষতা দিয়ে তিনি কর্মসংস্থানের সন্ধানও পাবেন।

003_227935

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *