Thursday, January 15সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

কাতারের দোহায় ‘এসোসিয়েশন অব ফেনী’র ‘ অভিষেক অনুষ্ঠান

received_1015210121931840

৩০ আগষ্ট ২০২৬

এয়াকুব আলী বাহাদুর,দোহা:-অনাডম্বর আয়োজনের মধ্য দিয়ে কাতার প্রবাসী ফেনীর তরুনদের উদ্যোগে গঠিত আর্থসামাজিক উন্নয়ন মূলক সংগঠন “এসোসিয়েশন অব ফেনী “দোহা-কাতার এর আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ ইয়াকুব আলী বাহাদুরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহজাহান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সবজি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফরান, মাঈন উদ্দিন সোহেল,মাষ্টার সফি উল্লাহ, জাহিদ হোসেন, মোতাহের হোসেন, হারুনুর রশিদ, ফরহাদ হোসেন,মাহবুব, হুমায়ন কবীর এতে আরও বক্তব্য রাখেন, এসোসিয়েশন এর সহ সভাপতি সাহেদুন নবী বিপ্লব,তরুন উদোক্তা তৌহিদুল ইসলাম রাসেল, সংগঠনের পরিচিতি তুলে ধরেন মেজবাহ উদ্দিন,এতে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর তরুন সদস্য বৃন্দ ও কাতার প্রবাসী ফেনীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উক্ত সভায় একবছরের জন্য ৯ (নয়) সদস্য বিশিষ্ট গঠিত পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি মোঃ ইয়াকুব আলী বাহাদুর, সহসভাপতি সাহেদুন নবী বিপ্লব, সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল, সহ সাধারণ সম্পাদক তুষার, কোষাধ্যক্ষ লিটন অর্থ সচিব জিয়াউল হক ভুঁইয়া, প্রচার সম্পাদক ওমর ফারুক,পরিকল্পনা ও বাস্তবায়ন সচিব মাঈন উদ্দিন মানিক,ক্রিড়া ও সাংস্কৃতিক সচিব মসিউর রহমান মঞ্জু।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন কাতারে অবস্থিত ফেনীর উদ্যমী তরুনদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত এই সংগঠনের মাধ্যমে আগামীর তরুন প্রবাসীদের জীবন মান উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে এই সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং দেশের বঞ্চিত নিপিড়িত দরিদ্র মানুষের পাশে থাকবে বলে সবাই আশা প্রকাশ করেন। এবং কাতারে এসোসিয়েশন অব ফেনী একটি আধুনিক প্রবাসী কমিউনিটি হিসেবে পরিচিতি লাভ করবে এবং সবসময় অবহেলিত প্রবাসী দের পাশে থাকবেন।এবং পরিশেষে “এসোসিয়েশন অব ফেনী “র সদস্যদের হাতে সাংগঠনিক গঠনতন্ত্র বিতরণ করা হয়।

received_1015210225265163

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *