
৩১ আগষ্ট ২০১৬
আবুল হোসেন রিপন:-ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট প্রসঙ্গে তিনি বলেন, কারাগারে থাকাকালীন কারাগার ভেঙে বের হয়নি। আমি নিয়ম মোতাবেক কারাগার থেকে বের হয়েছি। যদি কোন কারণে কারা ভোগ করতে হয় তাহলে তৎকালীন কারা কর্তৃপক্ষকেই ভোগ করতে হবে। তাই এ রিট চলতে পারে না ও এটি খারিজ হয়ে যাবে। এসময় তিনি আরো বলেন, আমি যথন রাষ্ট্রীয় সফরে বিদেশ ভ্রমন করি তখন ষড়যন্ত্রকারীরা প্রচার করে আমি পালিয়ে গেছি। আমি ফেনীবাসীর শান্তির প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও ফেনীতে থাকব। অতীতের হানাহানি ভুলে সবাই মিলেমিশে কাজ করেছি, আগামীতেও করে যাব। যেখানে নবাব সিরাজ উদৌলাদের জন্ম হয়েছে, সেখানে মীর জাফরেরও জন্ম হয়েছে। এখনও ইকবাল সোবহানদের মত মীরজাফররা আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুধবার বিকালে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্ত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও নিজাম উদ্দিন হাজারী এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী এমপি এসব কথা বলেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফেনী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি এড. আক্রামুজ্জামান, সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন ফিরোজ।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. হাফেজ আহম্মদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. প্রিয়রঞ্জন দত্ত, সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মজুমদার, সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড. এম কামরুল আনাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর হোসেন, জেলা যুব মহিলালীগের সভানেত্রী হাছিনা আক্তার নিঝুম, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ফেনী পৌর চত্বর থেকে এক বিশাল মিছিল শুরু হয়ে ট্রাংক রোড প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
