
21 august 2016
কামরুল হাসান,কোম্পানিগঞ্জ প্রতিনিধি:-নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরের কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতিনামা ইসলামিক স্কলার মাওলানা ডক্টর মুহাম্মদ আবদুর রহীম (৮০) শনিবার রাতে যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে — রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মাওলানা ডক্টর মুহাম্মদ আবদুর রহীম মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আবদুল কাইউমের বেয়াই, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঐতিহ্যাহি মুছাপুর জামেয়া শরাফতিয়া ইসলামীয় ট্রাস্টের সম্মানিত আমীর ও মুছাপুর জামেয়া শরাফতিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
মাওলানা ড: মুহাম্মদ আব্দুর রহিমের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরসহ যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
