
৯ আগষ্ট ২০১৬,২৩:২৭:২১
সোনাগাজীর আলো ডটকম ডেস্ক:-বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।মঙ্গলবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় ।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন উপস্থিত আছেন। অন্যদিকে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে তিন সদস্যর একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
